ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হরিণী অমরসুরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, সেপ্টেম্বর ২৫, ২০২৪
শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হরিণী অমরসুরিয়া

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে হরিণী অমরসুরিয়াকে বেছে নিলেন দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট কুমারা দিশানায়েকে।

প্রধানমন্ত্রীর পাশপাশি বিচার, শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।

হরিনি লিঙ্গ সমতা এবং সংখ্যালঘু অধিকার বিষয়ে কাজ করেন। ৫৪ বছর বয়সী এই নারী রাজনীতিক একসময় সমাজবিজ্ঞানের প্রভাষক ছিলেন। খবর হিন্দুস্তান টাইমস।

শ্রীলঙ্কায় এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ১ কোটি ৭০ লাখ। নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী অংশ নিয়েছিলেন, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে, সাজিথ প্রেমাদাসা এবং অনূঢ়া কুমারা দিশানায়েকে এই তিন জনের মধ্যে।

নির্বাচনে শতকরা ৪৩ দশমিক ৩২ শতাংশ পেয়ে বিজয়ী হয়েছেন দিশানায়েকে। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন প্রেমাদাসা এবং বর্তমান প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে হয়েছেন তৃতীয়।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ