ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নেপালে অতিবৃষ্টি-ভূমিধসে ১১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, সেপ্টেম্বর ২৯, ২০২৪
নেপালে অতিবৃষ্টি-ভূমিধসে ১১২ জনের মৃত্যু

নেপালজুড়ে অবিরাম বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১১২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৩৮ জন।

নেপালি সংবাদপত্র কাঠমান্ডু পোস্ট তাদের সংবাদদাতাদের সংগৃহীত তথ্য এবং নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদর দপ্তরের নিশ্চিত তথ্যের ভিত্তিতে হতাহতের এ সংখ্যা জানিয়েছে। যদিও নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ৯৯ জনের প্রাণহানির কথা বলা হয়েছে।

কাঠমান্ডু পোস্ট জানায়,  নিহতদের মধ্যে ললিতপুরে কমপক্ষে ২০ জন, ধাদিংয়ে ১৫ জন, কাভরে ৩৪ জন, কাঠমান্ডুতে ১২ জন, মাকাওয়ানপুরে ৭ জন, ভক্তপুর ও পাঁচথারে ৫ জন, সিন্ধুপালচোকে ৪ জন, দোলাকায় ৩ জন, ধনকুটায় দুজন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের মধ্য ও পূর্বাঞ্চলীয় জেলাগুলো। বৃহত্তর কাঠমান্ডু অঞ্চলে কমপক্ষে ৩৭ জন মারা যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  

রাজধানী কাঠমান্ডুর সঙ্গে সংযোগ আছে এমন সব মহাসড়ক এবং সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে।

১৯৭০ সালের পর গত শনিবার (২৮ সেপ্টেম্বর) কাঠমান্ডুতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।