ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জোলানির নামে যুক্তরাষ্ট্রের ১০ মিলিয়ন ডলারের হুলিয়া প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, ডিসেম্বর ২১, ২০২৪
জোলানির নামে  যুক্তরাষ্ট্রের ১০ মিলিয়ন ডলারের হুলিয়া প্রত্যাহার মার্কিন প্রতিনিধিদল ২০ ডিসেম্বর দামেস্কে জোলানির সঙ্গে দেখা করে

যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে তারা হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানির উপর ১০ মিলিয়ন ডলারের যে হুলিয়া ঘোষণা করেছিল তা বাতিল করেছে।  

গত শুক্রবার (২০ ডিসেম্বর) এই ঘোষণা দেয় তারা।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।  

যুক্তরাষ্ট্রের নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স বিষয়ক সহকারী সচিব বারবারা লিফ সাংবাদিকদের জানান, দামেস্কে এইচটিএস নেতার সঙ্গে আঞ্চলিক ও অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে ‘গঠনমূলক’ ও ‘বিস্তারিত’ আলোচনা হয়েছে। বৈঠকের সময়  হুলিয়া বাতিলের কথা আল-জোলানিকে জানানো হয়েছে।  

আলোচনার বিষয়ে লিফ বলেন, বৈঠকে জোলানি মূলত সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের ওপর ভিত্তি করে তার অগ্রাধিকারগুলো উল্লেখ করেছেন। লিফ এই আলোচনাকে ‘প্রথম ভালো বৈঠক’ হিসেবে অভিহিত করে বলেন, ‘আমরা শুধু কথায় নয়, কাজের মাধ্যমেও বিচার করব। ’

তিনি আরও জানান, জোলানি নারী অধিকার-সুরক্ষা এবং সমস্ত সম্প্রদায়ের সমান অধিকারের বিষয়ে ‘প্রগতিশীল ও মধ্যপন্থী’ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। এছাড়াও এইচটিএস নেতা সিরিয়ার অভ্যন্তরে বা বাইরে সন্ত্রাসী হুমকি প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন।

এই বৈঠকটি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এইচটিএস সদস্যদের প্রথম বৈঠক। এর আগে ৮ ডিসেম্বর দামেস্ক দখলের মাধ্যমে বিরোধী গোষ্ঠীগুলো ১৯৬৩ সাল থেকে ক্ষমতাসীন বাথ পার্টির শাসনের অবসান ঘটায়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ এবং তুরস্কে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত এইচটিএস, এখন নিজেদের মধ্যপন্থী ও অন্তর্ভুক্তিমূলক শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। কয়েকটি পশ্চিমা সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ বেশ কিছু দেশ এইচটিএসকে সন্ত্রাসী তালিকা থেকে সরানোর বিষয়টি বিবেচনা করছে। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ