কিয়েভে রাশিয়ার প্রাণঘাতী হামলায় ‘খুশি নন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি ‘থামতে’ বলেছেন।
বৃহস্পতিবার রাতভর হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত ১২ জনের প্রাণ যায় এবং আরও অনেকেই আহত হন। সেই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্টের দিক থেকে এমন প্রতিক্রিয়া এলো।
ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি উভয়পক্ষের ওপরই ‘ব্যাপক চাপ’ প্রয়োগ করছেন যেন ইউক্রেন যুদ্ধ শেষ হয়। এবারের হামলাকে গত বছরের জুলাইয়ের পর কিয়েভে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে মনে করা হচ্ছে।
দুই দেশের মধ্যে শান্তিচুক্তি এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় সর্বশেষ হামলার ঘটনাকে এক ধরনের প্রতিবন্ধক হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, তিনি ক্ষমতায় এলেই দ্রুত শান্তিচুক্তি বাস্তবায়ন করতে পারবেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনায় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এর প্রয়োজন ছিল না, এবং সময়টাও খুব খারাপ। ভ্লাদিমির, থামো!’
এই হামলা এমন এক সময়ে হলো, যখন ইউক্রেন ও প্রেসিডেন্ট জেলেনস্কিকে চাপ দেওয়া হচ্ছে— যেন তারা শান্তিচুক্তির অংশ হিসেবে কিছু এলাকা রাশিয়ার দখলে ছেড়ে দিতে রাজি হয়।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গে দেখা করার সময় ট্রাম্প বলেন, ‘আমি কারো পক্ষ নিচ্ছি না, আমি শুধু মানুষকে বাঁচাতে চাই। ’
তিনি জানান, পুতিনের ওপর তিনি কিছুটা বিরক্ত, তবে এক সপ্তাহ অপেক্ষা করবেন— দেখবেন কোনো শান্তিচুক্তি হয় কি না। আর যদি বোমা হামলা বন্ধ না হয়, তাহলে কিছু একটা করবেন।
এদিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধ থামানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চাইলে রাশিয়ার ওপর আরও জোরালো চাপ দিতে পারত।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
আরএইচ


