ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৫, জুন ১৮, ২০২৫
জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণের জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 খবর টাইমস অব ইসরায়েলের।

জেরুজালেম ও তেল আবিবের কনস্যুলার বিভাগও বন্ধ থাকবে বলেও জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইসরায়েল থেকে নিরাপদে বের করে আনার বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার সংঘাতের পঞ্চম দিনে ইরানে একাধিক জায়গায় বিস্ফোরণ হয়েছে, আর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তেল আবিবে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি অফিসেও হামলার ঘটনা ঘটেছে।

আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।