ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ৮৯ ফিলিস্তিনি নিহত

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, জুন ১৮, ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৮৯ ফিলিস্তিনি নিহত

গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনী অন্তত ৮৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে অন্তত ৭০ জন ছিলেন ত্রাণ নিতে আসা সাধারণ ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ইসরায়েলের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫৫,৪৩২ জন মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,২৮,৯২৩ জন।

অন্যদিকে, ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত হন এবং ২০০-রও বেশি মানুষকে জিম্মি করে নেওয়া হয়।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।