ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সব স্থল সীমান্ত-ক্রসিং খোলা রয়েছে: ইরান

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, জুন ১৮, ২০২৫
সব স্থল সীমান্ত-ক্রসিং খোলা রয়েছে: ইরান

ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায়, ইরানে বসবাসরত বিদেশিরা দেশ ছাড়ার চেষ্টা করছেন।  

এর মধ্যে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, দেশটির সব স্থল সীমান্ত ক্রসিং খোলা রয়েছে।

ইরানের পরিবহন ব্যুরোর মহাপরিচালক জাভাদ হেদায়াতি দেশটির তাসনিম বার্তা সংস্থাকে বলেন, সব সীমান্ত যাত্রী ও পণ্য পরিবহনের জন্য খোলা রয়েছে এবং স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে।

গত কয়েক দিনে পাকিস্তানি, চীনা ও দক্ষিণ কোরিয়ান নাগরিকসহ অনেক বিদেশি স্থলপথে দেশত্যাগ শুরু করেছেন, কারণ সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে।

তবে হেদায়াতি আরও বলেন, ইসরায়েলি হামলা অব্যাহত থাকার কারণে ও নিরাপত্তা সংক্রান্ত সতর্কতার দরুন, ইরানে মানুষ ও পণ্য প্রবেশের গতি কিছুটা ধীর হয়েছে।

সূত্র: আল জাজিরা

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।