ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানি হামলায় ইসরায়েলে আহত ১৬ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, জুন ২২, ২০২৫
ইরানি হামলায় ইসরায়েলে আহত ১৬  উদ্ধারকর্মীদের তৎপরতা

ইরানের চালানো হামলায় ইসরায়েলে অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা সংস্থা। আহতদের মধ্যে বেশিরভাগই হালকা ছররার আঘাত ও অন্যান্য ক্ষতের কারণে চিকিৎসাধীন রয়েছেন।

ইসরায়েলি পুলিশ জানায়, তেল আবিবে একটি বহুতল ভবনে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখান থেকে অন্তত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। এখনো ভবনের ধ্বংসস্তূপে কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছিল, সকালে ইরানের হামলায় মোট ১১ জন আহত হন। এদের মধ্যে ৩০ বছর বয়সী এক তরুণকে কিছুটা গুরুতর অবস্থায়  হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের উপরের অংশে গুলিবিদ্ধ হয়ে তীক্ষ আঘাতের চিহ্ন রয়েছে। বাকি ১০ জনের হালকা আঘাতের  সঙ্গে ক্ষতের চিহ্ন রয়েছে।

এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দরসহ বেশ কিছু স্থানে ইরান হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের বিমান বাহিনী পশ্চিম ইরানে ‘সামরিক লক্ষ্যবস্তুর’ বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকে ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন।  

ইরানে মার্কিন বাহিনীও হামলা চালিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিক্রিয়া প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি’ তৈরি হয়েছে।

আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।