ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের ‘কল্পনাপ্রসূত’ মনে করেন ইসরায়েলি কর্মকর্তারা

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৯, জুন ২৯, ২০২৫
গাজায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের ‘কল্পনাপ্রসূত’ মনে করেন ইসরায়েলি কর্মকর্তারা

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন গাজায় ‘এক সপ্তাহের মধ্যেই’ একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে  ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন এই দাবি ট্রাম্পের ‘কল্পনাপ্রসূত’।

 

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি ‘ভালো’ মানবিক সহায়তা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। যদিও মানবিক সাহায্য নিতে গিয়ে বহু মানুষের ওপর যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী এবং কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। সেখানে গাজা ও ইরান নিয়ে আলোচনা হবে।

খবরে বলা হচ্ছে,  ইরানের সঙ্গে সাম্প্রতিক স্বল্পকালীন সংঘর্ষের পর ট্রাম্প ইসরায়েলকে হামাসের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার জন্য চাপ দিচ্ছেন এবং আব্রাহাম চুক্তি সম্প্রসারণে আগ্রহী।

তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় আসন্ন যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, তা তাদের জন্য বিস্ময়কর ছিল। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহারোনোথে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনার সঙ্গে যুক্ত একাধিক নাম না প্রকাশিত কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের বক্তব্যে তারাও বিস্মিত হয়েছেন এবং হামাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থানে কোনো ধরনের পরিবর্তনের ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না।

তারা ট্রাম্পের মন্তব্যকে ‘রাজনৈতিক কল্পনাপ্রসূত ইচ্ছা ছাড়া কিছুই না’ বলে উল্লেখ করেছেন।
 

সূত্র: টিআরটি

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ