ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কিয়েভে রাশিয়ার প্রাণঘাতী ড্রোন হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, জুলাই ১০, ২০২৫
কিয়েভে রাশিয়ার প্রাণঘাতী ড্রোন হামলায় নিহত ২

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, এ হামলায় অন্তত ২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

 

শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে বলে জানা গেছে। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের কেন্দ্রীয় শেভচেনকিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত হানে।

বৃহস্পতিবার ভোরে কিয়েভের সামরিক প্রশাসন জানায়, শহরের ছয়টি জেলায় রাশিয়ান ড্রোন হামলা হয়েছে। খবর বিবিসির

সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে এক পোস্টে বলেন, আবাসিক ভবন, যানবাহন, গুদাম, অফিস এবং অন্যান্য অ আবাসিক ভবনগুলোতে আগুন লেগেছে।

তিনি আরও জানান, দুঃখজনকভাবে, আমরা দুইজন নিহতের খবর পেয়েছি। তারা রাশিয়ানদের হামলায় প্রাণ হারিয়েছে। এটি একটি ভয়াবহ ক্ষতি।  

নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাইরেন বন্ধ না হওয়া পর্যন্ত বাইরে না যেতে বলা হয়েছে। এছাড়া ঘরে ফিরে জানালা বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে, কারণ কিয়েভে এখনও প্রচুর ধোঁয়া রয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী বিভিন্ন অঞ্চলে রাশিয়ান ড্রোন হামলার হুমকি থাকার কথা জানিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিলেও এখনো তা কার্যকর করেননি।

পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করেন।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ