ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাতভর কিয়েভে রুশ হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, আগস্ট ২৮, ২০২৫
রাতভর কিয়েভে রুশ হামলা, নিহত ৩ সামরিক কর্মকর্তারা হামলার সময় মানুষকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার পরামর্শ দিয়েছেন

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন।

বৃহস্পতিবার ভোরে এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানিয়েছেন, ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ২৪ জন আহত হয়েছেন বলে সেনা কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এদিকে রাশিয়ার হামলায় দারনিতস্কি জেলায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। পার্শ্ববর্তী দনিপ্রোতে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

হামলার আগের দিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার ড্রোন হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এক লাখেরও বেশি ইউক্রেনীয় পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো টেলিগ্রামে জানান, ১৪ বছর বয়সী এক কিশোরী হামলায় নিহত হয়েছে। সর্বশেষ ড্রোন হামলায় অন্তত পাঁচ শিশু আহত হয়েছে।

রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর সাড়ে তিন বছর পরও ইউক্রেনের মাটিতে যুদ্ধের সমাপ্তির ইঙ্গিত দেখা যাচ্ছে না।

চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধবিরতির প্রচেষ্টা শুরু করেছেন। আলাস্কায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বসেছেন।

ট্রাম্প পুতিন-জেলেনস্কি সম্মেলনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলেনস্কি এতে সমর্থন জানিয়েছেন, তবে শান্তিচুক্তি হলেও ভবিষ্যতে যেন রাশিয়া আর কোনো হামলা চালাতে না পারে, এর জন্য তিনি পশ্চিমা মিত্রদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা চাইছেন।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ