ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দেয়াল ধসে তামিলনাড়ুতে আট শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১১, জানুয়ারি ৩১, ২০১৫
দেয়াল ধসে তামিলনাড়ুতে আট শ্রমিকের মৃত্যু

ঢাকা: ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেল্লুরে একটি কারখানার দেয়াল ধসে আট জনের প্রাণহানি হয়েছে।

নিহতরা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।


 
শনিবার (৩১ জানুয়ারি) রাজ্যের ভেল্লুর জেলায় শিল্প কারখানার একটি প্লান্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তামিলনাড়ুর ভেল্লুর জেলার ভানিয়ামবাদির সিপকট শিল্প এলাকার একটি বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের দেয়াল ধসের ঘটনা ঘটে। দেয়ালটি পাশেই ঘুমন্ত শ্রমিকদের ওপর ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত আট শ্রমিকের মধ্যে সাতজনই পশ্চিমবঙ্গের বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।