ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ক্যামেরুনে বোকো হারামের হামলায় নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৯, ফেব্রুয়ারি ৫, ২০১৫
ক্যামেরুনে বোকো হারামের হামলায় নিহত শতাধিক ছবি : সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়া সীমান্ত সংলগ্ন ক্যামরুনের একটি শহরে হামলা চালিয়ে সেদেশের শতাধিক বেসামরিক  নাগরিককে হত্যা করেছে নাইজেরিয়ার জঙ্গি গ্রুপ বোকো হারাম।

বুধবার স্থানীয় এক নেতার বরাত দিয়ে বলা হয়, ক্যামেরুনের ফোতোকলের একটি শহরে এ হামলা চালায় বোকো হারামের জঙ্গিরা।

খবর: বিবিসি ও রয়টার্সের।

খবরে বলা হয়, জঙ্গিরা উত্তর ক্যামেরুনের ওই শহরের বিভিন্ন বাড়িঘরে ও মসজিদে হামলা করে বেসামরিক মানুষদের হত্যা করে। এছাড়া বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫/আপডেট: ০৪৫৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।