ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৫, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
মধ্যপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ১০

ঢাকা: ভারতের মধ্যপ্রদেশে বাস খাদে পড়ে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন ‍আহত হয়েছেন।



সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে রাজস্থানের গালিয়াকোট থেকে ইন্দোর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দেশটির শীর্ষ সংবাদ মাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।  

স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। পাশ্ববর্তী ধর ও ঝাবুয়া জেলার জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে পৌঁছেছেন বলে জানা গেছে।

ঝাবুয়া জেলা হাসপাতালের সিভিল সার্জন আর জি কৌশল বলেন, এখন পর্যন্ত ছয়টি লাশ হাসপাতালে পৌঁছেছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।