ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মায়ানমারে ফেরিডুবিতে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, মার্চ ১৪, ২০১৫
মায়ানমারে ফেরিডুবিতে নিহত ২১ ছবি : সংগৃহীত

ঢাকা: মায়ানমারের পশ্চিমাঞ্চলে উপকূল এলাকায় এক ফেরিডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো ২৬ আরোহী।



শনিবার (১৪ মার্চ) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে মায়ানমার পুলিশ জানায়, শু্ক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ২শ’ যাত্রী নিয়ে কিউকফিউ থেকে পশ্চিমাঞ্চলে রাখাইন এলাকা সিত্তের উদ্দেশ্যে যাত্রা করে ‘দ্য অং টাকুন’ নামের ওই ফেরিটি। এর ঘণ্টাখানেক পরই ফেরিটি ডুবে যাওয়ার খবর পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে এটি ডুবে গেছে।

সিত্তে শহরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ ও উদ্ধারকর্মীরা ২১টি মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে দু’জন পুরুষ এবং ১৯ জন মহিলা রয়েছেন।

১৬৭ যাত্রীকে উদ্ধার করা হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, এখনো ২৬ যাত্রী নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ