ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মায়ানমারে ভূমি ধসে নিখোঁজ ৭০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৪, এপ্রিল ১০, ২০১৫
মায়ানমারে ভূমি ধসে নিখোঁজ ৭০ ছবি: সংগৃহীত

ঢাকা: মায়ানমারের উত্তর কাচিন রাজ্যের ফাকান্টের খনি এলাকায় ভূমি ধসে কমপক্ষে ৭০ জন নিখোঁজ হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) এ ভূমি ধসের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (৯ এপ্রিল) ৭০ জনের নিখোঁজের বিষয়টি দেশটির সংবাদ মাধ্যমে জানাজানি হয়।

 

জানা যায়, বুধবার ফাকান্টের লক্ষ্মিন গ্রামের কাছে মায়ামনি কোম্পানি লিমিটেডের খনির গর্তের ১৫ দশমিক ২৫ মিটার উঁচু পাড় ধসে পড়ে।
এসময় খনি এলাকার ৩০টি খনন মেশিনসহ ওই ৭০ জন মাটি চাপা পড়েছেন বলেও সিনহুয়া নিউজ এজেন্সি সূত্রে জানা গেছে।

ভিকটিমরা বেশিরভাগ খনি শ্রমিক ও ব্যবসায়ী। তারা ওই এলাকায় অস্থায়ী কুঁড়ে ঘরে বসবাস করতেন।

সূত্রটি আরো জানায়, শতাধিক কোম্পানি এই এলাকায় খনি ব্যবসার সঙ্গে জড়িত।

এর আগে মার্চ মাসের শেষ দিকে একই শহরে ভূমি ধসে নয়জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৬০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ