ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নেপালের পাঁচবারের প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর থাপা আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, এপ্রিল ১৬, ২০১৫
নেপালের পাঁচবারের প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর থাপা আর নেই সূর্য বাহাদুর থাপা

ঢাকা: নেপালের পাঁচবারের প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর থাপা আর নেই। বুধবার (১৫ এপ্রিল) রাতে ভারতের দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।



বেশ কিছু দিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি এক পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। তার ছেলে সুনীল কুমার থাপা বর্তমানে নেপাল সরকারের বাণিজ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থাপার দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির মুখপাত্র ঠাকুর শর্মা এক বিবৃতিতে এ কথা জানান। তিনি বলেন, ২৯ মার্চ দিল্লির মেদান্তা হাসপাতালে অসুস্থ সূর্য বাহাদুর থাপাকে ভর্তি করা হয়।

১৯৯০ সাল পর্যন্ত তিনবার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন সূর্য বাহাদুর। ১৯৯০ সালে নেপালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হলে তিনি রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি গঠন করেন। তারপর তিনি আরো দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৫ সালে তিনি পদত্যাগ করেন।

ঠাকুর শর্মা জানান, শুক্রবার (১৭ এপ্রিল) কাঠমান্ডুতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ