ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, এপ্রিল ২৪, ২০১৫
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ঢাকা: নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে (আন্তর্জাতিক সময় ভোর ৩টা ৩৬ মিনিটে) এই ভূমিকম্প আঘাত হানে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

আঘাত হানার সময় রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯। তবে স্থানীয় জিওনেট মনিটরিং সার্ভিস জানিয়েছে, এ মাত্রা ছিল ৬ দশমিক ৩।

ভূমিকম্পটির কেন্দ্র নিউজিল্যান্ডের দক্ষিণের দ্বীপশহর কাইকৌরা থেকে ৬৬ কিলোমিটার দূরে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সার্ভে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
আরএইচ/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ