ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সহিংসতায় দক্ষিণ সুদানে ঘরছাড়া লাখ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, মে ১০, ২০১৫
সহিংসতায় দক্ষিণ সুদানে ঘরছাড়া লাখ লাখ মানুষ ছবি: সংগৃহীত

ঢাকা: সহিংসতায় দক্ষিণ সুদানে অন্তত লাখ লাখ মানুষ প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

দক্ষিণ সুদানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক টবি ল্যানজারের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



এক বিবৃতিতে টবি বলেন, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র ইউনিটি স্টেটের বেনতিউয়ে অন্তত এক লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন।

ইউনিটি স্টেটকে দক্ষিণ সুদানের পশ্চিমাঞ্চলীয় ‘আপার নাইল’ বলেও উল্লেখ করা হয়ে থাকে।

অতি সম্প্রতি বিশ্বের বুকে আলাদা স্থান করে নেওয়া দক্ষিণ সুদানে জন্মলগ্ন থেকেই সহিংসতা চলে আসছে। বেসামরিক লোকসহ বিভিন্ন সেক্টরের মানুষের ওপর ধর্ষণ, হামলা ও গণহত্যা এখন নিত্যনৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে দেশটিতে।

২০১১ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দক্ষিণ সুদানে সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো দাবি করেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মে ১০, ২০১৫
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ