ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগে আদালতে হাজিরা দিলেন ইংলাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, মে ১৯, ২০১৫
দুর্নীতির অভিযোগে আদালতে হাজিরা দিলেন ইংলাক সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দায়িত্বে অবহেলার অভিযোগে আদালতে হাজিরা দিয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

মঙ্গলবার (১৯ মে) দেশটির রাজধানী ব্যাংককের একটি আদালতে হাজির হন তিনি।



তার বিরুদ্ধে নানা প্রকল্পের নামে বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ রয়েছে। যা প্রমাণিত হলে অন্তত ১০ বছর জেল খাটতে হতে পারে ইংলাককে। এ অভিযোগে তাকে আগামী ২১ জুলাই আবারও হাজিরার সময় নির্ধারণ করেছেন আদালত।

তবে ইংলাক সিনাওয়াত্রা জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক। তবে তিনি আদালতে হাজিরা চালিয়ে যাবেন।

এর আগে ২০১৪ সালে ক্ষমতায় এলেও তিনি বিতর্কিত নানা কারণে টিকতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ১৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ