ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জার্মানিতে অগ্নিকাণ্ডে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, মে ২৪, ২০১৫
জার্মানিতে অগ্নিকাণ্ডে নিহত ৫ ছবি: প্রতীকী

ঢাকা: জার্মানিতে এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় সাতজন আহত ও একজন নিখোঁজ রয়েছে।



শনিবার (২৩ মে) দেশটির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া রাজ্যের বার্খটেসগাডেন এলাকায় একটি হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

অগ্নিকাণ্ডের সময় হোটেলটির ভেতর অর্ধশতাধিক লোক আটকা পড়েন বলে অগ্নিনির্বাপক কর্মীদের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

আগুনের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি বলে জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ