ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে ম্যাগি নুডলস বিক্রি বন্ধ করলো নেসলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৩, জুন ৫, ২০১৫
ভারতে ম্যাগি নুডলস বিক্রি বন্ধ করলো নেসলে ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যাপক বিতর্কের মুখে ভারতে ম্যাগি নুডলস বিক্রি বন্ধ করলো নেসলে। ভারতের বাজারের নুডলসে সোডিয়ামেই পাওয়া গেছে মোনো সোডিয়াম গ্লুটামেট (এমএসজি), যা ক্ষতিকর মাত্রার সীসার উৎস বলে নির্দিষ্ট করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ জুন) রাতে নেসলে কর্তৃপক্ষের দেওয়া এক সংবাদ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকের বিশ্বাস ও পণ্যের নিরাপত্তাকেই তারা অগ্রাধিকার দেন। দুর্ভাগ্যবশত, তাদের পণ্য নিয়ে সাম্প্রতিক ভিত্তিহীন উদ্বেগের কারণে ক্রেতারা বিভ্রান্তিতে পড়েছেন। এ অবস্থায় তারা ম্যাগি নুডলস বিক্রি বন্ধ করে বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।   

বর্তমান বিষয়টি পরিষ্কার হলে শিগগিরই বিশ্বস্ত ম্যাগী নুডুলস বাজারে আসবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে বুধবার ১৫ দিনের জন্য দিল্লিতে এবং বৃহস্পতিবার উত্তরখান্ড, গুজরাট, জাম্মু, কাশ্মির ও তামিল নাডুতে ম্যাগি নুডুলস বিক্রি নিষদ্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ