ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ঝাড়খণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৯, জুন ৯, ২০১৫
ঝাড়খণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ মাওবাদী নিহত

ঢাকা: ভারতের পূর্বঞ্চলীয় ঝাড়খণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ মাওবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

মঙ্গলবার (০৯ জুন) সকালে ঝাড়খণ্ডের পালামু জেলায় এ ঘটনা ঘটে।



সংবাদমাধ্যম জানায়, সাতবারোয়া পুলিশ স্টেশনের পাশ দিয়ে গাড়িতে চড়ে মাওবাদীরা যাবে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ আগেই ওৎ পেতে থাকে। মাওবাদীরা ওই এলাকায় পৌঁছে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লো পালাতে গিয়ে ১২ মাওবাদী নিহত হন।

ঘটনার পর ওই এলাকা থেকে একে৪৭ সহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গত ৪ জুন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সেনাবাহিনীর গাড়িবহরে হামলা চালায় আঞ্চলিক বিদ্রোহী সংগঠন ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন) ও ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)। এতে ২০ সৈন্য নিহত ও আহত হন আরো ডজনখানেক সৈন্য।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।