ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রোজাকে সামনে রেখে ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, জুন ১৫, ২০১৫
রোজাকে সামনে রেখে ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব ছবি: সংগৃহীত

ঢাকা: পবিত্র রোজার মাসকে সামনে ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

সোমবার (১৫ জুন) ইয়েমেন সংকট নিরসনে জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় এ প্রস্তাব করেন জাতিসংঘ মহাসচিব।



এসময় বান কি-মুন বলেন, রোজা চলে এসেছে। মানবিক দিক বিবেচনায় ইয়েমেনে দুই সপ্তাহের যুদ্ধবিরতি অত্যাবশ্যক।

এসময় তিনি সকল মহলের প্রতি তাৎক্ষণিকভাবে এ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের হাতে নষ্ট করার মতো সময় নেই। এই মুহূর্তে সময় অপচয় মানেই বিশ্বের কিছু সন্ত্রাসী সংগঠনকে আরও শক্তিশালী হয়ে ওঠার সুযোগ করে দেওয়া।

চলমান সংকটে ইয়েমেনে আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে উল্লেখ করে বান কি-মুন বলেন, এই সপ্তাহ থেকেই ইয়েমেন সংকট নিরসনের সূচনা ঘটবে বলে আমার বিশ্বাস।

তিনি বলেন, দু’দিনের মধ্যে রোজা শুরু হতে যাচ্ছে। পবিত্র এই মাসে পৃথিবীব্যাপী শান্তি বিরাজ করা উচিত।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ