ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রতারণা মামলায় ফাঁসছে ব্যাংক অব চায়না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, জুন ২১, ২০১৫
প্রতারণা মামলায় ফাঁসছে ব্যাংক অব চায়না ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যাংক অব চায়নার মিলান শাখা ও সংশ্লিষ্ট প্রায় তিনশ’ ব্যক্তিকে প্রতারণা মামলায় অভিযুক্ত করতে চলেছে ইতালি।

দেশটির প্রসিকিউটররা জানিয়েছেন, অভিযুক্ত ব্যাংক ও ব্যক্তিরা সাড়ে চার বিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩৯ হাজার ৪৬৮ কোটি টাকা প্রায়) ইতালি থেকে চীনে পাচার করেছে।

পতিতাবৃত্তি, অর্থ জাল, কর ফাঁকি ও শ্রম শোষণের মাধ্যমে এই অর্থ আয় করা হয়েছে বলে তাদের অভিযোগ।

ইতালির সংবাদসংস্থা আনসা জানিয়েছে, এ মামলায় ব্যাংক অব চায়নার চার ঊর্ধ্বতন ব্যবস্থাপক অভিযুক্ত হতে পারেন।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ওই চার বিলিয়ন ইউরোর অর্ধেক ব্যাংকটির মিলান শাখার মাধ্যমে ২০০৭ সাল থেকে ২০১০ সালের মধ্যে পাচার করা হয়েছে।

অভিযোগে বলা হয়, এই অর্থ স্থানান্তরে ব্যাংক অব চায়না কমিশন হিসেবে পেয়েছে সাড়ে সাত লাখ ইউরোর কিছু বেশি (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ছয় কোটি টাকা প্রায়)।

প্রসিকিউটররা জানান, ব্যাংক অব চায়না ও সংশ্লিষ্ট ২৯৭ জনকে বিচারের আওতায় আনা হবে কি না এখন তা নির্ধারন করবেন বিচারক।

এদিকে, এ অভিযোগের ব্যাপারে ব্যাংক অব চায়না কিংবা চীনা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুন ২১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ