ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে দাবদাহে মৃত্যু ১২৪২, তাপমাত্রা কিছুটা কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, জুন ২৮, ২০১৫
পাকিস্তানে দাবদাহে মৃত্যু ১২৪২, তাপমাত্রা কিছুটা কমেছে

ঢাকা: পাকিস্তানে দাবদাহে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার (২৭ জুন) পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৪২ জন।

নিহতদের অধিকাংশই সিন্ধু প্রদেশের নাগরিক।

এদিকে সিন্ধুর রাজধানী করাচি শহরে গত সপ্তাহে থেকে চলতি সপ্তাহে তাপদাহের তীব্রতা কিছুটা কমতে শুরু করেছে। শহরজুড়ে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। এর ফলে শহরের ২ কোটি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

শনিবার করাচিতে ৩২ জন মারা গেছেন। করাচির সরকারি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডন অনলাইন।

ডনের খবরে বলা হয়, শহরের হাসপাতালগুলো রোগী সামলাতে হিমশিম খাচ্ছে। মর্গে আর মৃতদেহ রাখার জায়গা হচ্ছে না। নিহতদের বেশিরভাগই বৃদ্ধ ‍ও স্বল্প আয়ের মানুষ।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।