ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনে ডুবে যাওয়া ফেরির মালিকের বিরুদ্ধে হত্যা মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, জুলাই ৪, ২০১৫
ফিলিপাইনে ডুবে যাওয়া ফেরির মালিকের বিরুদ্ধে হত্যা মামলা ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিপাইনে ১৭৩ আরোহী নিয়ে ফেরিডুবির ঘটনায় ফেরিটির মালিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার (০৩ জুলাই) রাতে ফেরিডুবির ঘটনায় হত্যার অভিযোগ এনে দায়ের কেস ফাইল করেন স্থানীয় এক আইনজীবী।

পরে তার অভিযোগ আমলে নিয়ে হত্যা মামলা দায়ের করে পুলিশ।

গত বৃহস্পতিবার (০২ জুলাই) ফিলিপাইনের অরমোক বন্দর ত্যাগ করার কিছু পর ১৭৩ জন আরোহীসহ এম/বি কিম নির্ভনা নামের ওই যাত্রীবাহী ফেরিটি ডুবে যায়। এ সময় ১১৮ জন আরোহী সাঁতরে ও বিভিন্ন উপায়ে তীরে উঠতে সক্ষম হন। তবে মৃত্যু হয় ৫৯ জন আরোহীর।

প্রাথমিক প্রতিবেদনে বৈরী আবহাওয়ার কারণে ফেরিটি ডুবে যায় বলে উল্লেখ করলেও ওই আইনজীবী মনে করছেন, অতিরিক্ত ভার বহনের কারণেই এ ঘটনা ঘটেছে।

অরমোকের ঊর্ধ্বতন পুলিশ পরিদর্শক রিও তান জানান, এম/বি নির্ভনাকে তোলা হয়েছে। এর মালিকের বিরুদ্ধে যে হত্যার অভিযোগ আনা হয়েছে, তা আমলে নেওয়া হয়েছে।

** ফিলিপাইনে ফেরিডুবিতে প্রাণহানি বেড়ে ৪১

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।