ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ইন্দোনেশিয়ায় প্লেন চলাচল স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, জুলাই ১০, ২০১৫
আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ইন্দোনেশিয়ায় প্লেন চলাচল স্থগিত ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার একটি পর্বতে শুরু হয়েছে আগ্নেয়গিরিরি অগ্নুৎপাত। এ ঘটনায় বালি আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির পাঁচটি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ।



শুক্রবার (১০ জুলাই) বালি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড়শ মাইল দূরে জাভার পশ্চিমাঞ্চলে রং পর্বতে অগ্নুৎপাত শুরু হয়। এসময় ধোঁয়া ও লাভা প্রায় চার কিলোমিটার (১২ হাজার ৪৬০ ফুট) পর্যন্ত ওপরে উঠে আকাশ ঢেকে ফেলে।

ইন্দোনেশীয় যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জুলিয়াস আদ্রাভিদা বারাতা জানিয়েছেন, বৃহস্পতিবারই (০৯ জুলাই) অগ্নুৎপাতের আশঙ্কায় পর্বতের কাছাকাছি আকাশপথের রুটগুলো এড়িয়ে যেতে বলা হয় প্লেনগুলোকে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ