ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আবারও জেল থেকে পাল‍ালো মেক্সিকান মাদক সম্রাট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, জুলাই ১২, ২০১৫
আবারও জেল থেকে পাল‍ালো মেক্সিকান মাদক সম্রাট

ঢাকা: দ্বিতীয়বারের মতো কারাগার থেকে পালিয়েছে মেক্সিকোর মাদক সম্রাট জোকুইন গুজম্যান ওরফে এল চাপো। এবার এলটিপ্লানো কারাগার থেকে প্রায় দেড় কিলোমিটার সুড়ঙ্গ পথ খুঁড়ে তিনি পালিয়ে যান।

এর ফলে ওই কারাগারের ১৮ প্রহরীর দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার সেন্ট্রাল মেক্সিকোর কঠোর নিরাপত্তাবেষ্টিত ওই কারাগার থেকে পালান মাদক সম্রাট এল চাপো।

দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের (সিএনএস) মুখপাত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এল চাপো মেক্সিকোর কুখ্যাত অপরাধ সিন্ডিকেট সিনালোয়া কার্টেল’র প্রধান। সিনালোয়া কার্টেল চোরাচালান, মাদক ও অর্থপাচারসহ বিভিন্ন অপরাধের একটি আন্তর্জাতিক চক্র। ১৯৯৩ সালে আটকের পর ২০০১ সালে প্রথম কারাগার থেকে পালান এল চাপো।

আন্তর্জাতিক মাফিয়া চক্রে অত্যন্ত প্রভাবশালী চাপো মাদক পাচারের আয় দিয়েই ফোর্বস ম্যাগাজিনে বিলিয়নিয়ারদের তালিকায় উঠে এসেছিলেন। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোভিত্তিক অন্ধকার জগতের নিয়ন্ত্রক হিসেবে এল চাপো আলোচনায় আছেন দীর্ঘদিন।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫/আপডেট ০৭২১, জুলাই ১৩
এসইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ