ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

‘পিকেকে’ জঙ্গিগোষ্ঠীর স্থাপনায় তুর্কি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, জুলাই ২৫, ২০১৫
‘পিকেকে’ জঙ্গিগোষ্ঠীর স্থাপনায় তুর্কি বিমান হামলা

ঢাকা: তুরস্কে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ইরাকে অবস্থিত সেনা স্থাপনায় বিমান হামলা চালিয়েছে তুর্কি বাহিনী।

শুক্রবার (২৪ জুলাই) স্থানীয় সময় সকালে সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) স্থাপনায় বিমান হামলার কয়েক ঘণ্টা পরই এ হামলাগুলো পরিচালনা করে তুর্কি বাহিনী।



এক খবরে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতোলিয়া জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিয়ারবাকিরে অবস্থিত ঘাঁটি থেকে উড্ডয়নের পর তুর্কি বিমানগুলো আইএস ও পিকেকে’র স্থাপনায় হামলা চালায়। এরপর শনিবার (২৫ জুলাই) স্থানীয় সময় ভোরে এগুলো নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।

পিকেকে’র মুখপাত্র বখতিয়ার দোগান জানিয়েছেন, উত্তরে কুর্দিশ অঞ্চল বলে পরিচিত ইরাকের দহুক প্রদেশে পর্বতের ওপর স্থাপনাগুলোয় স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় (বাংলাদেশ সময় শনিবার রাত ২টায়) বিমান হামলাগুলো পরিচালিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।