ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ঝাড়খন্ডে ৩০ গাড়িতে মাওবাদীদের আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, জুলাই ২৫, ২০১৫
ঝাড়খন্ডে ৩০ গাড়িতে মাওবাদীদের আগুন

ঢাকা: ভারতের ঝাড়খন্ডে কয়লা খনির কাজে নিয়োজিত ৩০টি গাড়িতে আগুন দিয়েছে মাওবাদীরা।

ঝাড়খন্ডের বোকারো জেলায় অবস্থিত সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেডের (সিসিএল) খনিতে হামলা চালানোর সময় মাওবাদীরা গাড়িগুলোতে আগুন দেয় বলে শনিবার (২৫ জুলাই) পুলিশের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।



পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাতে বোকারো জেলার বেরমো এলাকায় সিসিএল প্রকল্পে হামলা চালায় শতাধিক মাওবাদী। এসময় সেখানকার নিরাপত্তা রক্ষী ও কর্মীদের মারধর করে বের করে দিয়ে খনির গাড়িগুলোতে অগ্নিসংযোগ করে তারা।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ