ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৪, জুলাই ৩০, ২০১৫
ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর ছবি: সংগৃহীত

ঢাকা: মুম্বাইয়ে বোমা হামলার মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টায় ভারতের নাগপুর কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।

কারাগার সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

১৯৯৩ সালে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বোমা হামলায় ২৫৭ জন নিহত হন। ওই হামলার সঙ্গে মেমনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।
 
এরআগে ২০১৪ সালের মে মাসে মৃত্যুদণ্ড মওকুফ চেয়ে তার পক্ষে পাঠানো আবেদন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি খারিজ করে দেন। সেবার ইয়াকুবের ভাই আবেদন করেছিলেন।

এবার মেমন নিজের করা আবেদনে মৃত্যুদণ্ডের সাজার বদলে যাবজ্জীবন দণ্ডের আবেদন জানান। বুধবার ওই আবেদনের শুনানি শেষে তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

মুম্বাই বোমা হামলার প্রধান আসামি ইয়াকুব মেমনের ভাই  টাইগার মেমন ও মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ১৯৯৩ সাল থেকে পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫/আপডেট: ০৭৩১ ঘণ্টা
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।