ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মায়ানমারে সাত হাজার কয়েদির মুক্তি

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, জুলাই ৩০, ২০১৫
মায়ানমারে সাত হাজার কয়েদির মুক্তি থেইন সেইন

ঢাকা: ২১০ বিদেশিসহ ৬ হাজার ৯৯৬ জন কয়েদিকে মুক্তি দিয়েছে মায়ানমার সরকার। তবে দেশটির রাজনৈতিক বন্দিরাও মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।



‘মানবিক’ দিক বিবেচনায় মায়ানমার প্রেসিডেন্ট থেইন সেইন এ সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন বলে দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নভেম্বরে অনুষ্ঠিত হবে মায়ানমারের জাতীয় নির্বাচন। সমালোচকরা বলছেন, এই নির্বাচনকে সামনে রেখেই বন্দিমুক্তি দিল দেশটির সরকার।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে দেড় শতাধিক চীনা নাগরিক রয়েছেন। এর আগে এই নাগরিকদের আটকের ঘটনায় চীন-মায়ানমার সম্পর্কে শীতলতার সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ