ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দূর্নীতি ও নিম্নমানের সেবা

সরকারের বিরুদ্ধে ইরাকি জনগণের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, আগস্ট ৩, ২০১৫
সরকারের বিরুদ্ধে ইরাকি জনগণের বিক্ষোভ ছবি: সংগৃহীত

ঢাকা: কর্তৃপক্ষের ব্যাপক দুর্নীতি, বিদ্যুৎ বিভ্রাট ও নিন্মমানের নাগরিক সেবার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ইরাকি জনগণ।

রোববার (০২ আগস্ট) দক্ষিণাঞ্চলীয় শহর নাসরিয়া ও নাজাফের সড়কে বিক্ষোভ করতে নেমে আসে হাজার হাজার মানুষ।

এছাড়া হিল্লাহ শহরেও প্রায় এক হাজার মানুষ বিক্ষোভ করেন।

এর আগের দিন, শনিবার (০১ আগস্ট) বসরা ও কারবালায় নিন্মমানের খাবার পানি সরবরাহ ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাস্তায় নামে জনতা। বসরায় শত শত মানুষ প্রাদেশিক গভর্নরের কার্যালয় ঘেরাও করে সমস্যার সমাধান চেয়ে শ্লোগান দিতে থাকে।

বসরায় বিক্ষোভে অংশ নেওয়া জিয়াদ তারেক নামের এক ছাত্র একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, আমরা গভর্নরের পদত্যাগ চাই। বসরার জনগণের অধিকার বুঝে নেওয়ার সময় চলে এসেছে।

বিক্ষোভ চলাকালে গভর্নরের সহকারি যখন জনতার কথা শুনতে তাদের কাছে যান, তখন তাকে বোতল ছুড়ে মারার ঘটনাও ঘটে।

তারেক বলেন, স্থানীয় সরকার সবসময় খাবার পানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা বলে এসেছে। কিন্তু তাদের প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হয়েছে। খাবারের পানি এখনও লবণাক্ত। আর দিনে কতবার বিদ্যুৎ চলে যায়, তার কোনো হিসাব নেই।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।