ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগান-পাক সীমান্তে ৪ পাক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, আগস্ট ২৩, ২০১৫
আফগান-পাক সীমান্তে ৪ পাক সেনা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: আফগান-পাক সীমান্তে এক রকেট হামলায় চার পাক সেনা নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন সেনাসদস্য।



রোববার (২৩ আগস্ট) হামলার ঘটনাটি ঘটে বলে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

আইএসপিআর’র এক বিবৃতিতে জানানো হয়, হামলার জবাবে যেখান থেকে রকেটটি ছোঁড়া হয়, সেখানে অভিযান চালিয়েছে পাকিস্তান সেনারা।

প্রাথমিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করে নেয়নি। পাকিস্তান সেনাবাহিনীও হামলার জন্য কাউকে দায়ী করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আফগান কোনো জঙ্গিগোষ্ঠীই এ হামলা চালিয়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।