ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভক্সওয়াগনের নতুন প্রধান নির্বাহী মুলার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৪, সেপ্টেম্বর ২৬, ২০১৫
ভক্সওয়াগনের নতুন প্রধান নির্বাহী মুলার ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনে কেলেঙ্কারির ঘটনায় প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে মার্টিন ভিন্টারকর্নের পদত্যাগের পর সে পদে মাটিয়াস মুলারের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পরিচালনা পর্ষদের এক জরুরি বৈঠক থেকে মুলারের নাম ঘোষণা করা হয়।

রাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ হয়। এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) মার্টিন পদত্যাগ করেন।

মার্টিন বলেন, গত কয়েকদিনে ঘটে যাওয়া বিষয়ে আমি বিস্মিত। ভক্সওয়াগনের মতো একটি প্রতিষ্ঠানে এ ধরনের জালিয়াতি হতে পারে, তা জেনে আমি খুবই মর্মাহত। ভক্সওয়াগনের এখন নতুন শুরু প্রয়োজন, সেটি ব্যক্তির ক্ষেত্রেও। পদত্যাগের মাধ্যমে সে পথ আমি পরিষ্কার করে দিলাম।

এদিকে, ডিজেল কেলেঙ্কারিতে জড়িতদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে জার্মানভিত্তিক গাড়ি নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠানটি। বৈঠকে আলোচনা হয়েছে এ নিয়েও।

বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
আইএ

** ভক্সওয়াগনের প্রধান নির্বাহীর পদত্যাগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ