ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে সামরিক অভিযানে ৩০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, অক্টোবর ১, ২০১৫
পাকিস্তানে সামরিক অভিযানে ৩০ জঙ্গি নিহত

ঢাকা: পাকিস্তানের উত্তর ওয়ারিজিস্তানে সামরিক অভিযানে অন্তত ৩০ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কিছু জঙ্গি।



বৃহস্পতিবার (১ অক্টোবর) উত্তর ওয়ারিজিস্তানের দাতাখেল তেহসিল এলাকার আলওয়ারা মান্দি অঞ্চলে এ অভিযান চালানো হয়।

দেশটির আন্তবাহিনী গণসংযোগ অধিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, বিমানবাহিনীর কয়েকটি যুদ্ধবিমান আলওয়ারা মান্দি অঞ্চলে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এতে জঙ্গিদের পাঁচটি আস্তানা গুড়িয়ে যায়। নিহত হয় ৩০ জঙ্গি। আহত হয় আরও কিছু জঙ্গি।

তবে, অভিযান এলাকায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় সামরিক বাহিনীর এ অভিযানের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ