ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, অক্টোবর ৫, ২০১৫
আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া: তুরস্ক ছবি : সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় যুদ্ধবিমান চালানোর সময় সীমান্তে রাশিয়া আকাশসীমা লংঘন করেছে বলে অভিযোগ করেছে তুরস্ক।

এ ঘটনায় স্থানীয় সময় শনিবার (০৩ অক্টোবর) তুরস্কের এফ-১৬ জেট রাশিয়ার প্লেনটিকে ধাওয়া করেছে বলে জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।



সোমবার (০৫ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে বিষয়টি জানানো হয়েছে।

তবে রাশিয়া বলছে, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি ঘটেছে ‘প্লেনের চালনাগত ত্রুটি’র কারণে। বিষয়টি আঙ্কারার কাছে খোলাসা করে তুলে ধরেছে তারা।

তুরস্ক বলছে, রোববার আকাশসীমায় টহল দেওয়ার সময় তুর্কি জেট প্লেন থেকে তাদের কর্মকর্তারা একটি অজ্ঞাত প্লেনকে দেখতে পান। যাকে তারা ‘হয়রানি’ বলেও উল্লেখ করেছে।

এদিকে ন্যাটোসদস্যভুক্ত দেশ হিসেবে রাশিয়ার এ হামলাকে ‘গুরতর ভুল’ হিসেবে দেখছে তুরস্ক।

ঘটনাটি  নিয়ে ন্যাটোভুক্ত ২৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করে আলোচনা করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে সিরিয়ায় গত বুধবার থেকে বিমান হামল শুরু করেছে রাশিয়া। যদিও পশ্চিমা বিভিন্ন দেশ অভিযোগ করে আসছে, আসাদ বিরোধীদের নির্মূল করতে রাশিয়ার এ হামলা।

সোমবার রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের লক্ষ্য করে নিখুঁতভাবে বিমান হামলা চালাচ্ছে তারা।

এদিন সিরিয়ায় ২৫ বার হামলা চালিয়েছে তারা এবং আইএস’র নয়টি ‘ঘাঁটিতে’ আঘাত হানতে সক্ষম হয়েছে।

যার মধ্যে সিরিয়ার পশ্চিমাঞ্চলের হোমস শহরের একটি যোগাযোগ কেন্দ্র এবং লাতাকিয়ার একটি কমান্ড সেন্টারও ছিল।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এমএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ