ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, ডিসেম্বর ১১, ২০১৫
ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘স্কাই লাইফ-৪’ নামে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর চার আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় দিনগত রাত ১০টার (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টা) দিকে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর জানায় ক্যালিফোর্নিয়ার কার্ন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট।



খবরে বলা হয়, হেলিকপ্টারটি ফ্রেসনো থেকে স্যান জোয়াহুইন কমিউনিটি হাসপাতালে যাওয়ার সময় শেরউড অ্যাভিনিউ ও হাইওয়ে-৬৫ এর মধ্যেবর্তী কোনো স্থান থেকে নিখোঁজ হয়।

কার্ন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, হেলিকপ্টারটি উড্ডয়নের দশ মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও ৩০ মিনিট পরও তা সেখানে পৌঁছায়নি। অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

নিখোঁজের কিছু পরই ফায়ার ডিপার্টমেন্ট হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানায়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএইচ

** ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার নিখোঁজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।