ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, জানুয়ারি ২০, ২০১৬
পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় নিহত ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে। তবে দেশটিতে অলাভজনক সমাজসেবা প্রতিষ্ঠান এধি ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবক দাবি করেছেন, নিহতের সংখ্যা অন্তত ১৫ জন।



নিহতদের মধ্যে একজন রসায়নের শিক্ষক রয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই বন্দুকধারী নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান পুলিশ।

বুধবার (২০ জানুয়ারি) খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা শহরে অবস্থিত ওই বিশ্ববিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে জানানো হয়, গুলির পাশাপাশি বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দও শোনা গেছে হামলার সময়।

পুলিশের ডিআইজি সাঈদ ওয়াজির জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আটকা পড়া শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা ক্যাম্পাসের বাইরে এসে জমায়েত হতে শুরু করেছেন। নিরাপত্তা রক্ষীরা এখনও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রবেশ করছেন।

স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, অভিযানের সুবিধার্থে সাংবাদিক ও বিষয় সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিদের দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। ২০টিরও বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অর্ধ শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা। এছাড়া পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। সেই সঙ্গে অন্তত তিন থেকে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্যও আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে জেলা হেডকোয়ার্টার্স হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, এধি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ১৫ জন নিহত হওয়ার খবর জানালেও উদ্ধার হওয়া এক শিক্ষার্থী ৬০ থেকে ৭০ জনের দেহ পড়ে থাকতে দেখেছেন বলে দাবি করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, হামলার সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়া এক আবৃত্তি অনুষ্ঠানে যোগ দিতে জমায়েত হয়েছিলেন আরও ছয়শ অতিথি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএইচ

** পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।