ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতীয় কার্টুনিস্ট সুধির তাইলং আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ভারতীয় কার্টুনিস্ট সুধির তাইলং আর নেই সুধির তাইলং / ছবি: সংগৃহীত

ঢাকা: চলে গেলেন ভারতীয় কার্টুনিস্ট সুধির তাইলং। তার মৃত্যুর খবরটি শনিবার (০৬ ফেব্রুয়ারি) প্রকাশিত হয় ভারতীয় সংবাদমাধ্যমে।



রাজস্থানে জন্মগ্রহণ করা সুধির তাইলং ১৯৮২ সালে ভারতীয় একটি সচিত্র সাপ্তাহিকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৮৩ সালে তিনি দিল্লিতে ‘নবভারত টাইমস’-এ যোগ দেন।

কর্মজীবনের কয়েক বছর সুধির তাইলং হিন্দুস্তান টাইমস-এ ছিলেন। এছাড়া ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়াতেও কাজ করেছেন তিনি। এশিয়ান এজ-এর সঙ্গে সর্বশেষ তিনি কাজ করেন।

কার্টুন চরিত্র তৈরিতে বিশেষ অবদানের জন্য ২০০৪ সালে সুধির তাইলংকে পদ্মশ্রী পদক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।