ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শরণার্থী সংকট মোকাবেলায় এজিয়ানে জাহাজ পাঠাচ্ছে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৯, ফেব্রুয়ারি ১২, ২০১৬
শরণার্থী সংকট মোকাবেলায় এজিয়ানে জাহাজ পাঠাচ্ছে ন্যাটো

ঢাকা: শরণার্থী সংকট মোকাবেলায় তুরস্ক ও গ্রিসকে সহায়তা দিতে এজিয়ান সাগরে সামরিক জাহাজ পাঠাচ্ছে ন্যাটো। পাচারকারীদের দৌরাত্ম ঠেকাতে গোয়েন্দা তথ্য সংগ্রহই ২৮ জাতির এই জোটের মূল উদ্দেশ্য।



বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছেন, ব্রাসেলসে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। আদমপাচার ঠেকাতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে জাহাজটি।

ন্যাটোর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিশনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে জার্মানিও। এছাড়া ডেনমার্কও অভিযানে অংশ নেবে বলে জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর অসহায়ত্বের সুযোগে এজিয়ান সাগর এলাকায় এখন ক্রিমিনাল সিন্ডিকেট ও পাচারচক্র যথেষ্ট সক্রিয়।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।