ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আফগানিস্তানে হামলায় নিহত ৯ ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্যালয়ের কাছে এক বোমা হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটে বলে কাবুল পুলিশ প্রধান আব্দুল রহমান রাহিমির বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

জঙ্গি নেটওয়ার্ক তালেবান এ হামলার দায় স্বীকার করে নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, একই দিন আফগানিস্তানের কুনার প্রদেশে পৃথক এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হন। এছাড়া আহত হন আরও অন্তত ৪০ জন।

** আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ১১

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।