ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইমেইলের উদ্ভাবক টমলিনসনের জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৭, মার্চ ৭, ২০১৬
ইমেইলের উদ্ভাবক টমলিনসনের জীবনাবসান

ঢাকা: বর্তমান বিশ্বে যোগাযোগের একটি আবশ্যক মাধ্যম ইমেইল। ব্যক্তিগত ও জরুরি তথ্য থেকে শুরু করে ভিডিও, ছবি- সবই আদান প্রদান করা হয়ে থাকে ইমেইলের মাধ্যমে।

সেই ইমেইলের উদ্ভাবক ও ইন্টারনেটের অগ্রদূত বলে পরিচিত রে টমলিনসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শনিবার (০৫ মার্চ) তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে সোমবার (০৭ মার্চ) জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

১৯৭১ সালে মার্কিন কম্পিউটার প্রোগ্রামার টমলিনসন প্রথম ইলেক্ট্রনিক মেসেজ বা ইমেইলের ধারণা দেন। এ উদ্ধাবনের সময়ই তিনি ইমেইল ঠিকানার সঙ্গে @ চিহ্নটি ব্যবহার করেন। সে সময় তিনি বোস্টনে একটি প্রতিষ্ঠানে প্রকৌশৈলী হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।