ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সাগরে মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৯, এপ্রিল ১, ২০১৬
সাগরে মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: ফের সাগরে ছোট আকৃতির মিসাইল (প্রোজেক্টাইল) ছুড়েছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে, এটি কোনো ব্যালাস্টিক মিসাইল।

 

শুক্রবার (০১ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার সংবাদসংস্থা ইয়োনহাপ এক সেনা সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সেনাসূত্রটি ইয়োনহাপকে জানিয়েছে, শুক্রবার (৩১মার্চ) উত্তর কোরিয়ার পূর্ব-উপকূলে এ প্রোজেক্টাইল ছোড়া হয়। এর বেশি কোনো তথ্য দিতে পারেনি ওই সূত্রে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেনি। তবে মিসাইল ছোড়ার ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে চলতি বছর বিভিন্ন সময় উত্তর কোরিয়ার সামরিক ক্ষমতা প্রদর্শনের এটাই সর্বশেষ ঘটনা হবে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।