ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

হংকংয়ে আঘাতের পর চীনে চোখ টাইফুন ‘নিদা’র 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০১, আগস্ট ২, ২০১৬
হংকংয়ে আঘাতের পর চীনে চোখ টাইফুন ‘নিদা’র 

ঢাকা: ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে হংকংয়ে আঘাত হানার পর টাইফুন ‘নিদা’ পাশ্ববর্তী চীনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে টাইফুনটি খানিকটা দুর্বল হয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার (০২ আগস্ট) সকালে হংকং উপকূলে আঘাত হানে ‘নিদা’। এতে প্রাথমিক কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ভেঙে পড়েছে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা। বাতিল করা হয়েছে দেড় শতাধিকেরও বেশি ফ্লাইট।  

টাইফুনের প্রভাবে হংকংয়ের ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়েছে। সকালে দেশটির স্টক এক্সচেঞ্জ লেনদেন বন্ধ করে দেয়।  

স্থানীয় আবহাওয়া দফতর বলছে, আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। টাইফুনটি ৯২ কিলোমিটার বেগে চীনের গুয়াংজু শহরের দিকে অগ্রসর হচ্ছে। ফলে চীনে ‘রেড স্টর্ম এলার্ট’ জারি করা হয়েছে।  

এদিকে টাইফুনের প্রভাবে হংকংয়ের নিউ টেরিটোরির উত্তরাঞ্চলে বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ০২,২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।