ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সি‌রিয়ায় বিমান হামলায় ৩০ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৬, সেপ্টেম্বর ১৮, ২০১৬
সি‌রিয়ায় বিমান হামলায় ৩০ সৈন্য নিহত

ঢাকা: সিরিয়ার পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর স্থাপনায় বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন সৈন্য।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর শনিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।

মার্কিন জোটের এই হামলায় আন্তত ৬০ জন নিহতের অভিযোগ তুলেছে রাশিয়া ও সিরিয়া। তারা বলছে, ৩০ জন নন, এর বেশি সিরিয়ান সেনাবাহিনী সদস্য নিহত হয়েছেন।

এদিকে, মানবাধিকার সংস্থার প্রধান রামি আবদিল রহমান সংবাদমাধ্যমে বলেছেন, স্থানীয় দেইর এজোর বিমানবন্দরের কাছে এই হামলা হয়েছে। এতে অন্তত ৩০ থেকে ৩৫ জন মারা গেছেন, যারা সবাই সিরিয়ান সেনাবাহিনীর সৈন্য।

​বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এইচএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।