ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে ৮ মাসে রাসায়নিক দুর্ঘটনায় নিহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, সেপ্টেম্বর ২১, ২০১৬
চীনে ৮ মাসে রাসায়নিক দুর্ঘটনায় নিহত ২০০

ঢাকা: চীনে চলতি বছরে গত আট মাসে ২৩২টি রাসায়নিক দুর্ঘটনায় প্রায় ২০০ জন নিহত হয়েছেন এবং এসব ঘটনায় আহত হয়েছেন আরও চার শতাধিক মানুষ।

গ্রিনপিস নামে একটি বেসরকারি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থার গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সংস্থাটি জানিয়েছে, চীনের লাগামহীন রাসায়নিক শিল্পকে নিয়ন্ত্রণে আনতে দেশটির এ শিল্পে বড় ধরনের পরিবর্তন আনা জরুরি।  

চ্যাং কুইয়ান নামে সংস্থাটির এক কর্মকর্তা জানান, দেশটির সরকারের এ বিষয়ে অতিদ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষ করে এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত শ্রমিক ও এসব এলাকার আশপাশের মানুষজনদের সেফটি নেট ব্যবহারের নির্দেশ দেওয়ার পাশাপাশি ও গুরুত্বপূর্ণ এলাকা রক্ষা করা প্রয়োজন।

২০১০-১১ সালের এক তথ্য বিবরণীতে বলা হয়, দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রায় ৩৩ হাজার রাসায়নিক কারখানা রয়েছে। গত বছর দেশটির তিয়ানজিন শহরে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে প্রাণ হারিয়েছে ১৬৫ জন।  

ক্ষমতাসীন সরকার তখন দাবি জানিয়েছিলো, ওই কারখানায় অবৈধভাবে বিপজ্জনক পদার্থ গুদামজাত করা হয়েছিলো। তাই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সম্প্রতি ওয়ানহুয়া কেমিক্যাল গ্রুপের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন শ্রমিক।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।