ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৯ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, সেপ্টেম্বর ২১, ২০১৬
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৯ 

ঢাকা: ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও বেশকয়েকজন।

 

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রহোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সুতোপো জানান, দেশটির গারুত জেলায় মারা গেছেন ১৬ জন এবং নিখোঁজ রয়েছেন আটজন। জাভা দ্বীপের পশ্চিমে  ভূমিধসে আরো তিনজন নিহত হয়েছেন। এছাড়া সামেদাং জেলায় বন্যায় বেশকয়েকজনের নিখোঁজের খবর পাওয়া গেছে।  

তিনি আরও জানান, বন্যা কবলিত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষকে নিরাপদ স্থানে সড়িয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।