ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

এভারেস্টজয়ী প্রথম নারী তাবেই আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, অক্টোবর ২৩, ২০১৬
এভারেস্টজয়ী প্রথম নারী তাবেই আর নেই

ঢাকা: বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ী প্রথম নারী জাপানের জাঙ্কো তাবেই আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।

তার পরিবারের স্বজনদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

বার্ধক্যজনিত সমস্যা ও পেটের টিস্যুর বিরল ধরনের ক্যানসারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাঙ্কো না ফেরার দেশে চলে যান। মৃত্যুর আগ পর‌্যন্ত তাবেই টোকিওর উত্তরে সাইতামায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

৩৫ বছর বয়সী পর্বতারোহী তাবেই ১৯৭৫ সালের মে মাসে এভারেস্টের দক্ষিণ-পূর্ব দিক দিয়ে চূড়ায় ওঠেন। ১৯৯২ সালের মধ্যে তাবেই পৃথিবীর সর্বোচ্চ সাতটি পর্বতশৃঙ্গ জয় করেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।